জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার উদ্বেগের কারণে ভারত সরকারের টেকডাউন অনুরোধের পর ইউটিউব ভারতে কমপক্ষে চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের অ্যাক্সেস সীমিত করেছে, স্থানীয় ডিজিটাল ওয়াচডগ ডিসমিস্ল্যাব জানিয়েছে।
ভারতে ইউটিউবে বাংলাদেশের ৪টি বেসরকারি টেলিভিশন বন্ধ করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার উদ্বেগের কারণে ভারত সরকারের টেকডাউন অনুরোধের এ সিদ্ধান্ নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ মে)বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ডিজিটাল ওয়াচডগ ডিসমিস্ল্যাব।
বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো— যমুনা, একাত্তর, বাংলাভিশন এবং মোহনা টেলিভিশন।
ডিজিটাল ওয়াচডগ ডিসমিস্ল্যাব জানিয়েছে, বাংলাদেশি এসব টিভি চ্যানেলে প্রবেশ করলে এই বার্তা দেখাচ্ছে, ‘এটি বর্তমানে এই দেশে প্রদর্শনের জন্য অনুমোদিত নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ভিত্তিতে সরকারি নিষেধাজ্ঞার আওতাভুক্ত।’
ডিসমিস্ল্যাব প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯ (ক) ধারার অধীনে, সরকারের কাছে এমন অধিকার রয়েছে— যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তবে সেটি বন্ধ করার নির্দেশনা দিতে পারে।