ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

তিন মাসে ইয়েমেনে ১৭১২টি মার্কিন হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৬:১৯ পিএম
ছবি-সংগৃহীত

ইয়েমেনে গত ১৫ মার্চ থেকে মার্কিনিরা সমুদ্র ও আকাশপথে ১৭১২টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বাহিনী।

আল-মাসিরাহ টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনে আমেরিকা ও ইয়েমেনের মধ্যেকার আক্রমণ সম্পর্কে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আমেরিকা ইয়েমেনে ১৭১২টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১৩১টিরও বেশি পাল্টাপাল্টি আক্রমণের হয়েছে। এ চাড়া ২৫৩টি ব্যালিস্টিক হামলা চালানো হয়। এসব হামলায় ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলাগুলোতে প্রথমবারের মতো আমেরিকা ‘ট্রুম্যান’ ও ‘কার্ল ভিনসন’ বিমানবাহী রণতরী ইয়েমেনে মোতায়েন করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুতিরা আমেরিকার আটটি এমকিউ-৯ ড্রোন ও একটি এফ-৩৬০ গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।

এ ছাড়া প্রথমবারের মতো ‘ভূতুড়ে’ বিমান এবং এফ-১৮ যুদ্ধবিমানকে আকাশসীমা থেকে পিছু হটতে বাধ্য করেছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মার্কিনীদের ওপর এই আক্রমণে প্রায় ৩ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে হুতিরা।

এর আগে গত ৬ মে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি আমেরিকা ও হুতিদের মধ্যেকার যুদ্ধবিরতি ঘোষণা করেন।