ভারতের সঙ্গে উত্তেজনা বাড়তেই জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই বৈঠকে দেশের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সরকারি টেলিভিশন পিটিভি। তবে কি পাকিস্তান এবার পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে?
শনিবার (১০ মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে জাতীয় কমান্ড কর্তৃপক্ষের সঙ্গে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর জবাবে পাকিস্তান ভারতের পাঠানকোট ও উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ভোরের দিকে ভারতে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপর পুরো শহর অন্ধকারে ডুবে যায়।
এ ঘটনার পর উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানও শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত আকাশসীমা পুরোপুরি বন্ধ রেখেছে।