ভারত সংলগ্ন সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান । এ দাবি করেছে ভারত। সেই সঙ্গে ভারতের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করারও অভিযোগ করা হয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, সাইবার সিস্টেম ইত্যাদির বিশাল অংশে হামলা ও ধ্বংসের দাবি করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।’
এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো’-কে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন তিনি।
ভারতের উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনীকে তার সৈন্যদের এগিয়ে নিয়ে যেতে দেখা গেছে। এটি পরিস্থিতি আরও খারাপ করার জন্য আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দেয়। ’
তিনি আরও বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশনাল প্রস্তুতির উচ্চ পর্যায়ে রয়েছে। ‘
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারান। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।
মঙ্গলবার (৬ মে) মধ্য রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।
ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান।
এই অভিযানে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটি এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উল্লেখযোগ্য।
আপনার মতামত লিখুন :