ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

শাহবাজ-ইমরানের বিরল ঐক্য

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০১:২৬ পিএম
শাহবাজের ঐক্যের ডাকে ইমরানের সম্মতি। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এতে নতুন মোড় নিতে পারে পাকিস্তানের রাজনীতিতে। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সোমবার (১২ মে) আদিয়ালা জেলে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআইর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। সে সময় তিনি সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দিলে ইমরান খান তাতে সম্মতি জানান।

সম্প্রতি ভারতের আগ্রাসনের পর পাকিস্তানে রাজনৈতিক ঐক্যের ডাক উঠেছে। এ সময় আলোচনার উদ্যোগ এসেছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। দেশজুড়ে সামরিক-বেসামরিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে।

আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। আলোচনাটি গোপনীয়ভাবে হবে বলে জানা গেছে। ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পেশ করেছেন। পিটিআই জানিয়েছে, এর আগেও মিডিয়ার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে এবারের আলোচনায় বেশ কৌশল এবং গোপনীয়তা বজায় রাখতে চান ইমরান খান। 

এর আগে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।

দলের ভেতরের সূত্রগুলো বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি একটি সূত্র দাবি করেছে, প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি।