ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ২২১

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০১:০৩ পিএম
পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত জনজীবন। ছবি- সংগৃহীত

পাকিস্তানে চলতি মৌসুমে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট বন্যা, ভূমিধস এবং বজ্রপাত সবচেয়ে বেশি আঘাত হেনেছে পাহাড়ি এলাকাগুলোতে।

বৃষ্টি ও বন্যাজনিত কারণে এখন পর্যন্ত ৫৯২ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঞ্জাবের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন এবং আহত হয়েছেন আরও ৪৭০ জন।

খাইবার পাখতুনখাওয়ায় মৃত্যু হয়েছে ৪০ জনের, আহত ৬৯ জন। সিন্ধে মৃত্যু হয়েছে ২২ জনের এবং আহত হয়েছেন ৪০ জন। বেলুচিস্তানে মৃত্যু হয়েছে ১৬ জনের, আজাদ কাশ্মীরে নিহত ১ জন, আহত ৬ জন। এ ছাড়া ইসলামাবাদে ১ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বেশির ভাগ মৃত্যুর কারণ ভবনধস, বন্যা, বজ্রপাত, ভূমিধস এবং বৈদ্যুতিক শক।

বর্ষা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮০৪টি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০০টির মতো গবাদিপশু মারা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানায়, পরবর্তী দিনগুলোতে আরও ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ পরিপ্রেক্ষিতে নিম্নাঞ্চল ও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।