সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১১:৫২ এএম

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১১:৫২ এএম

পাকিস্তানের এম-২ মোটরওয়ের বালকাসার ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনাকবলিত বাস। ছবি- সংগৃহীত

পাকিস্তানের এম-২ মোটরওয়ের বালকাসার ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনাকবলিত বাস। ছবি- সংগৃহীত

পাকিস্তানে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় রেসকিউ ও মোটরওয়ে পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথম দুর্ঘটনাটি ঘটে এম-২ মোটরওয়ের বালকাসার ইন্টারচেঞ্জের কাছে। সেখানে রাওয়ালপিন্ডি থেকে লাহোরগামী একটি প্রাইভেট বাসের চাকা ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এরপর বাসটি উল্টে যায়।

চকওয়াল রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটি ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল। দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ধোক সিয়াল নামক স্থানে খাদে পড়ে গেলে ৯ জন নিহত ও ১৮ জন আহত হয়।

রেসকিউ সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। বাকিদের বয়স ১৬ থেকে ৫৫ বছরের মধ্যে। এ ছাড়া নিহতদের মধ্যে ১৪ ও ২ বছর বয়সি দুই বোনও রয়েছে। তাদের মা আহত অবস্থায় চিকিৎসাধীন। এ ছাড়া, আহতদের মধ্যে ফিলিপাইনের এক নারীও রয়েছেন। আহত ব্যক্তিদের কেলার কাহার ট্রমা সেন্টার ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জামশোরো এলাকায় এম-৯ মোটরওয়েতে করাচি থেকে হায়দরাবাদগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে দুজন নিহত এবং আটজন আহত হয়। নিহতদের মধ্যে ট্রাকচালক ও বাসের কন্ডাক্টর রয়েছেন।

একই দিনে দারসগাহ মোহাম্মদ আলী এলাকায় আরও একটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়। করাচি থেকে কিনঝার লেকের উদ্দেশে পিকনিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি, যা অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।

এ ছাড়া, পৃথক আরেকটি দুর্ঘটনায় করাচি থেকে মানসেহরাগামী একটি বাস খাইরপুরের তান্দো মাস্তি এলাকায় উল্টে গেলে তিনজন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়।

পুলিশ ও রেসকিউ কর্মকর্তারা এসব দুর্ঘটনার পেছনে বাসচালকদের গাফিলতিকে দায়ী করেছেন। দ্রুতগতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন তারা।

Shera Lather
Link copied!