পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। শনিবার (২ আগস্ট) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র আমির খান পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়।
খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং আটজন আহত হয়।
এর আগের মাসে, সিন্ধুর কাশমোর জেলার একটি বাড়িতে ‘রকেট লঞ্চারের’ বোমা বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।