ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

পাকিস্তানে বন্যায় ভূমিধসে একদিনে ১৬৪ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:২২ পিএম
পাকিস্তানে বন্যায়-ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। ছবি- সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্যাদুর্গত বুনের জেলায় মারা গেছেন ৭৮ জন।

এদিকে, উদ্ধার অভিযানে যাওয়া একটি হেলিকপ্টার বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়। এতে পাঁচ ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

আল-জাজিরার সংবাদদাতা কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের সাহায্য করতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বুনের জেলার গ্রামগুলোতে বন্যার তাণ্ডবে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় বহু মানুষ আহত হয়েছেন। এরই মধ্যে এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে, উদ্ধারকারীরা পার্বত্য মানসেহরা জেলায় আটকে পড়া ১ হাজার ৩০০ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন। গত বৃহস্পতিবার এই জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এসব এলাকায় অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান-অধ্যুষিত কাশ্মীরে আরও নয় জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে পাঁচ জনের মৃত্যু হয়েছে।