হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী নাসরি আসফুরা ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালভাদর নাসরাল্লাহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সোমবার বিকাল পর্যন্ত ভোট গণনায় সালভাদর নাসরাল্লাহর চেয়ে ৫১৫ ভোটে এগিয়ে আছেন নাসরি আসফুরা। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জনগণকে ধৈর্য ও প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

দীর্ঘ সময় পর্যন্ত নতুন কোন হালনাগাদ তথ্য না পাওয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে সংশয় ও চরম উদ্বেগ। নির্বাচনী সংস্থার ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রবেশ করতে পারছেন না জনগণ। ফলে ভোট গণনায় কারচুপির সম্ভাবনার আশঙ্কা করছেন অনেকেই। সবশেষ হালনাগাদ তথ্যে ৫৭ শতাংশ ভোটের গণনা শেষ হয়েছে বলে জানান, দেশটির ন্যাশনাল ইলেকশন কাউন্সিল আনা পাওলা হল।
এবারের নির্বাচনে ব্যাপক হারে ভোটার বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটিতে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৬৫ লাখ।
-20251202062829.webp)
এদিকে সোমবার রাতে মার্কিন প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্প জানান, হন্ডুরাসে ভোট গণনা ব্নধ হয়ে গেছে। এ সময় তিনি ভোটের ফলাফল পরিবর্তন চেষ্টার অভিযোগ তুলেন। হুমকি দেন, এ ধরণের চেষ্টা যারা করতেছে, তাদের সবাইকে চরমমূল্য দিতে হবে। নির্বাচনের আগে, আসফুরা না জিতলে তেগুচিগালপাকে সব ধরণের সহায়তা বন্ধের ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন