ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

‘গোল্ডেন ডোমের’ মুলা ঝুলালেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৪:৪৫ পিএম
যুক্তরাষ্ট্র ও কানাডার গোল্ডেন ডোম কূটনীতি। ছবি - সংগৃহীত

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অংশ হতে রাজি হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ ব্যবস্থা ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। রাজি না হলে প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করতে ৬ হাজার ১০০ কোটি ডলার খরচ করার কথাও জানান তিনি।

ট্রাম্প এরই মধ্যে একাধিকবার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন। ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় আগ্রহী হলেও সার্বভৌমত্বে ছাড় দেবে না কানাডা।

ট্রাম্পের প্রস্তাবে দেশটির সার্বভৌমত্বে হুমকির বিরুদ্ধে রাজা তৃতীয় চার্লস ‘কানাডা বিক্রয়ের জন্য নয়’ বলে ভাষণ দেবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্বয়ং রাজা চার্লসকে আমন্ত্রণ জানান ভাষণ দিতে।

মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, ‘আমি কানাডাকে বলে দিয়েছি, তারা যদি বিচ্ছিন্ন ও অসম দেশ হিসেবে আমাদের গোল্ডেন ডোম প্রতিরক্ষাব্যবস্থায় যোগ দিতে চায়, তাদের ৬ হাজার ১০০ কোটি ডলার খরচ করতে হবে। তবে যদি আমাদের কাঙ্ক্ষিত ৫১তম অঙ্গরাজ্য হয়ে যায়, তবে এর জন্য তাদের এক ডলারও খরচ করতে হবে না। তারা এখন প্রস্তাবটি বিবেচনা করছে!’

এ প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি কানাডা।