ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ট্রাম্পের নীতিকে ‘জঘন্য অপকর্ম’ বললেন মাস্ক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১১:২৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ছবি: সংগৃহীত

ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত ট্যাক্স ও ব্যয় বিলকে ‘জঘন্য অপকর্ম’ বলে মন্তব্য করে প্রথমবারের মতো ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি। 

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৮ মে) এ পদ থেকে ইস্তফা দেন মাস্ক এবং প্রথমবারের মতো অবস্থান নেন ট্রাম্পের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক ট্রাম্পের করনীতির তীব্র সমালোচনা করে মন্তব্য করেন। 

মে মাসে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নতুন বছরের বাজেট নীতি পাস হয়। যাতে কয়েক ট্রিলিয়ন ডলারের ট্যাক্স ছাড়, বেশি প্রতিরক্ষা ব্যয় এবং মার্কিন সরকারকে আরও ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার মূল ভিত্তি।

মাস্ক এক্স-এ একটি পোস্টে বলেছেন, যারা এর পক্ষে ভোট দিয়েছে তাদের জন্য লজ্জা।

তিনি আরও বলেছেন, এই অতিরঞ্জিত, পক্ষপাতমূলক ব্যয় বিল ইতোমধ্যে বিশাল বাজেট ঘাটতিকে ২.৫ ট্রিলিয়ন ডলারে বাড়িয়ে দেবে এবং আমেরিকান নাগরিকদের ওপর অসহনীয় ঋণের বোঝা চাপিয়ে দেবে।

তিনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬ সালের নভেম্বরে আমরা সেইসব রাজনীতিবিদদের বরখাস্ত করব, যারা আমেরিকান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।