গাজার রাফাহ শহরের উত্তরে অবস্থিত এবং বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে শুক্রবার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ‘ইসরায়েলি’ গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
‘ইসরায়েল’র চ্যানেল ১২ এবং সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে জানানো হয়, উইটকফের বহর শুক্রবার সকালে ওই এলাকায় প্রবেশ করে এবং বিতর্কিত কেন্দ্রে পরিদর্শনে যায়।
এই সফর এমন এক সময়ে হলো, যখন গাজায় মার্কিন-‘ইসরায়েল’ সমন্বয় নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ফাউন্ডেশনের বিতরণ ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনিরা অভিযোগ করছে, এটি মানবিক সহায়তার ছায়ায় বাস্তুচ্যুতি ঘটানোর একটি কৌশল এবং অনেকের জন্য মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। মে মাস থেকে এখন পর্যন্ত সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ‘ইসরায়েলি’ গুলিতে ১ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর আগে এক অনানুষ্ঠানিক সফরে বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছান উইটকফ। পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বৃহস্পতিবার বলেন, ‘উইটকফ সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন, খাদ্য সরবরাহের একটি কার্যকর পরিকল্পনা নেবেন এবং গাজাবাসীদের কাছ থেকে সরাসরি পরিস্থিতি জানবেন।’
এদিকে, উইটকফের সফরকে বৃহস্পতিবার হামাস ‘একটি প্রচারণামূলক নাটক’ বলে অভিহিত করেছে। তারা বলছে, মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের কর্মকর্তাদের বিবৃতিতে উঠে আসা ‘ইসরায়েলের পরিকল্পিত অনাহার অভিযান’ থেকে বিশ্বজনতার দৃষ্টি সরাতে এই সফর করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারজনিত কারণে কমপক্ষে ১৫৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৯ জনই শিশু।
আন্তর্জাতিক অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ‘ইসরায়েল’ গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ অভিযান পরিচালনা করে আসছে। এতে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।