ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় পণ্যে ‘উল্লেখযোগ্য’ শুল্ক বসাবেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৯:৫০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক ‘উল্লেখযোগ্য হারে’ বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। কারণ তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে করতে পারি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্কে পৌঁছেছিলাম, কিন্তু এখন সেটা অনেক বাড়াব, কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তারা (ভারত) যুদ্ধযন্ত্রে জ্বালানি জোগাচ্ছে। আর সেটা করলে আমি খুশি হবো না।’ তবে ভারতীয় পণ্যের ওপর নতুন শুল্ক হার ঠিক কত হবে, তা নির্দিষ্ট করে জানাননি ট্রাম্প।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যদি জ্বালানির দাম যথেষ্ট কমে যায়, তাহলে পুতিন মানুষ হত্যা বন্ধ করবে। জ্বালানির দাম যদি ব্যারেলপ্রতি আরও ১০ ডলার কমে যায়, তাহলে তার (পুতিনের) আর কোনো উপায় থাকবে না, কারণ রাশিয়ার অর্থনীতি এখন ভেঙে পড়েছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এমন শুল্ক বৃদ্ধি হলে ভারতের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে, বিশেষ করে এমন সময় যখন দেশটি বিশ্ববাজারে রাশিয়ার সঙ্গে ক্রমাগত জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার হলো চীন ও ভারত, যাদের সঙ্গে বর্তমান মার্কিন প্রশাসন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার ভারতের পণ্যে আরোপিত ২৫ শতাংশ শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের ওপর এমন শুল্ক আরোপ পুরোপুরি অন্যায্য ও অযৌক্তিক।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যেসব দেশ ভারতকে নিয়ে সমালোচনা করছে, তারাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। আমাদের ক্ষেত্রে এটি জাতীয় প্রয়োজনে করা হয়েছে। এমন দ্বিচারিতা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ভারত জানিয়েছে, ‘আমাদের জনগণের জন্য স্থিতিশীল ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে রাশিয়া থেকে তেল আমদানি করা হয়েছে।’

এর আগে গত বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মস্কোর সঙ্গে ভারতের সামরিক সরঞ্জাম বাণিজ্য নিয়ে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।