ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বললেন ‘ফল আসবেই’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৮:৫৭ পিএম
আলাস্কার পথে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ান থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ে রাজি হবে কি না তা ইউক্রেনের সিদ্ধান্ত। তবে কিছু একটা ফল আসবেই। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ট্রাম্প বলেন, ‘এটা আসলে তাকে (পুতিনকে) ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তার মনে হয়—হত্যাযজ্ঞ চালিয়ে গেলে তিনি আরও ভালো চুক্তি করতে পারবেন।’

রুশ অর্থনীতির দুরবস্থা এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুতিনের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তিনি (পুতিন) বুদ্ধিমান মানুষ, অনেক দিন ধরে করছেন (রাজনীতি), আমিও তাই… আমরা একে অপরকে বুঝি, দু’পক্ষের মধ্যে ভালো সম্মানবোধ আছে। আর আমি মনে করি, জানেনই তো, কিছু একটা ফল আসবেই।’

ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে রুশ ব্যবসায়ী নেতাদের আসা ইতিবাচক সংকেত, তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না।

এদিকে, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় (স্থানীয় সময় বেলা ১১টায়) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে অনুষ্ঠিত হবে এ বৈঠক। তবে দুই বিশ্বনেতার এই আলোচনা থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প নিজেও এ আলোচনা ২৫ শতাংশ ব্যর্থ হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেছেন।

নিরাপত্তা উদ্বেগ ও সময়ের সীমাবদ্ধতার কারণে ট্রাম্প ও পুতিনের মধ্যে শুক্রবারের এই বৈঠকটি হবে নিকটবর্তী এলমেনডর্ফ রিচার্ডসন মার্কিন সামরিক ঘাঁটিতে। পুরো বৈঠক কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হওয়ার কথা। ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির সময়সীমা ঠিক করে দেওয়ার সাত দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সময়সীমা শেষে নতুন নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া রয়েছে ট্রাম্পের পক্ষ থেকে।