ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাশিয়া-চীনের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি চান ট্রাম্প

রয়টার্স
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি- সংগৃহীত

রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা শুরু করার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, তিনি পূর্বে উত্থাপিত একটি বিষয় পুনর্বিবেচনা করেছেন। সেই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে স্থগিত কূটনীতি পুনরায় চালু করার চেষ্টা করছেন।

সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া এবং চীনের সঙ্গে আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ একটি বড় লক্ষ্য। রাশিয়া এটি করতে ইচ্ছুক এবং আমি মনে করি চীনও করতে ইচ্ছুক। আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটতে দিতে পারি না। আমাদের পারমাণবিক অস্ত্র বন্ধ করতে হবে। শক্তি অনেক বেশি।’

ট্রাম্প হোয়াইট হাউসের একটি পৃথক অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিষয়টি উত্থাপন করেছেন। কথোপকথনটি কখন হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

তিনি আরও বলেছেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র সীমিত করার কথা বলছি। চীনকেও এতে জড়িত করব। চীন এখন অনেক পিছিয়ে আছে, কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা আমাদের সমান হবে। আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ চাই।’

ট্রাম্পের মন্তব্য এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশের সময়।

জানুয়ারিতে রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে কিম ট্রাম্পের আহ্বান বারবার উপেক্ষা করেছেন। ২০১৭-২১ সালের ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প যে প্রত্যক্ষ কূটনীতি অনুসরণ করেছিলেন, তা পুনরুজ্জীবিত করতে না পারায় কোনো চুক্তি হয়নি।

ট্রাম্প প্রথম ফেব্রুয়ারিতে জানিয়েছেন, তিনি পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা শুরু করতে চান। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ তার দ্বিতীয় মেয়াদের লক্ষ্য এবং এটি শুরু করার আশা ‘খুব দূরবর্তী ভবিষ্যতে’।

বর্তমানে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট) আগামী ৫ ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শেষ অবশিষ্ট পারমাণবিক অস্ত্র চুক্তি। চুক্তি অনুযায়ী, প্রতিটি পক্ষ কতগুলো কৌশলগত ওয়ারহেড এবং ডেলিভারি সিস্টেম মোতায়েন করতে পারবে তা সীমিত।

সেই সঙ্গে, এই বছরের শুরুতে রাশিয়া সতর্ক করেছে যে চুক্তি নবায়নের সম্ভাবনা কম। ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকাকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক পারমাণবিক অস্ত্র আলোচনায় যুক্ত করতে চেয়েছিলেন। তবে অগ্রগতি খুব সীমিত হয়েছে।