দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেটের জন্য বিশ্বব্যাপী পরিচিত নাম ‘স্টারলিংক’। মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে যেন আস্থার এক প্রতীক।
তবে সম্প্রতি বিভ্রাট দেখা দিয়েছে সেই স্টারলিংকেও। বিশ্বজুড়ে স্টারলিংকের প্রায় ৬০ লাখ গ্রাহক প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেট সংযোগ থেকে আংশিক বা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ব্যবহারকারীরা এই সমস্যা অনুভব করতে শুরু করেন। তবে এই অস্বাভাবিক সেবা বিঘেœর জন্য প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা, এমনকি প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও, ক্ষমা প্রার্থনা করেছেন।
স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (টুইটার) এ ইন্টারনেট বিভ্রাটের বিষয়টি স্বীকার করে পোস্ট করেন। এই ঘটনার পেছনে সফটওয়্যার জনিত কারণের উল্লেখ করে নিকলস বলেন, ‘মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার পরিষেবাগুলোর ব্যর্থতার কারণে এই বিভ্রাট ঘটে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সেবায় সাময়িক বিঘেœর জন্য দুঃখিত। একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সমস্যার মূল কারণ অনুসন্ধান করে এমন পরিস্থিতি পুনরায় যাতে না ঘটে তা নিশ্চিত করব।’
স্টারলিংকের মালিকানা প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কও ক্ষমা চেয়ে এক্স-এ লেখেন, ‘এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধানে কাজ করবে যাতে এটি আর না ঘটে।’
২০২০ সাল থেকে স্পেসএক্স আট হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যার ফলে পৃথিবীর লো-অরবিটে একটি অনন্যভাবে বিস্তৃত নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই নেটওয়ার্কের চাহিদা ব্যাপক, বিশেষ করে সামরিক বাহিনী, পরিবহন শিল্প ও প্রত্যন্ত অঞ্চলের ভোক্তাদের মধ্যে, যেখানে প্রচলিত ফাইবার-অপটিক ইন্টারনেট সেবা সীমিত।
গত কয়েক মাসে স্টারলিংক উচ্চগতির ডেটা ও ব্যান্ডউইথের চাহিদা পূরণের লক্ষ্যে তাদের নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ আপডেট আনার ওপর গুরুত্ব দিয়েছে।
আপনার মতামত লিখুন :