ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কানাডিয়ান পণ্যে ৩৫ এবং ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:০৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের রপ্তানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবে পালটা একই হারে মার্কিন পণ্যে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানানো হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালে আমরাও তাদের পণ্যে ৫০ শতাংশ বসাবো।’ ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমকে ইঙ্গিত করে দেশটিকে ‘উইচ-হান্ট’ চালানোর অভিযোগে অভিযুক্ত করেন। শুল্কারোপের বিষয়ে তিনি আরও জানান, ব্রাজিল সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে আপিল করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান এবং ব্যাখ্যা দাবি করতে পারে। অন্যদিকে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রাজিল পালটা শুল্কারোপ করলে আরও বেশি হারে শুল্ক বসানো হবে।
এ ছাড়া কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। গত বৃহস্পতিবার তিনি একটি চিঠির মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে এ সিদ্ধান্ত জানান। গত সপ্তাহে এটি ছিল ট্রাম্পের পাঠানো ২০টির বেশি কূটনৈতিক বার্তার মধ্যে আরেকটি। চিঠিতে বলা হয়, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে আমরা কানাডা থেকে আসা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করব, যা অন্যান্য খাতভিত্তিক শুল্ক থেকে আলাদা।’ তবে ট্রাম্প হুঁশিয়ার করে দেন, ‘যদি কানাডা তাদের শুল্ক বৃদ্ধি করে, তাহলে তারা যত শতাংশ বাড়াবে, সেটি আমাদের ৩৫ শতাংশের সঙ্গে যোগ হবে।’