রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:৩৮ এএম

বন্দরে জট কমাতে বিক্রি হবে ৬ হাজার কনটেইনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:৩৮ এএম

বন্দরে জট কমাতে বিক্রি  হবে ৬ হাজার কনটেইনার

চট্টগ্রাম বন্দরে অনেক বছর ধরে পড়ে আছে ৬ হাজারের বেশি কনটেইনার। বিশেষ আদেশ জারির মাধ্যমে এসব কনটেইনার নিলামে বিক্রি হবে। ফলে বন্দরে কনটেইনার জট কমবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চট্টগ্রাম কাস্টমস হাউস। ইতিমধ্যে এনবিআরের ৭৯ জন কর্মকর্তা গত ছয় মাসে বন্দরে পড়ে থাকা ৫১৪৩টি কনটেইনারের ‘ইনভেন্টরি’ সম্পন্ন করেছেন। বাকি ৯২৬টি কনটেইনারের ‘ইনভেন্টরি’ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।

এ ছাড়া ৬ হাজার ৬৯টি কনটেইনারের মধ্যে ৫ হাজার ২৫০টি আগামী বছরের জুনে নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের কনফারেন্স রুমে সম্প্রতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য, কাস্টম হাউস, চট্টগ্রামের কমিশনার এবং বন্দর কর্তৃপক্ষ। 

একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি নিলামের পরিবর্তে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ৪২টি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে বিক্রির জন্য তুলেছিল চট্টগ্রাম কাস্টমস। তবে গাড়িভেদে সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা, যা গাড়িগুলোর বাজারদরের চেয়ে অস্বাভাবিক কম। দর কম হওয়ায় তা ছাড় দেয়নি কাস্টমস। এসব গাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়েছে, বন্দরে পড়ে থাকা ৬ হাজার ৬৯টি কনটেইনার নিলামের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘বন্দরে পড়ে থাকা বিপুল পরিমাণ কনটেইনার দ্রুততম সময়ের মধ্যে নিলামে বিক্রির ক্ষেত্রে আইনগত জটিলতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী প্রথম নিলামের সর্বোচ্চ দরদাতার কাছে নিলাম পণ্য হস্তান্তর করার বিধান করা হয়েছে। এতে বারবার নিলাম ডাকার প্রয়োজন হবে না এবং প্রথম নিলামেই দ্রুততম সময়ে বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্য অপসারণ করা সম্ভব হবে।’ 

তিনি আরও বলেন, ‘কনটেইনার জটমুক্ত হলে বন্দরের সক্ষমতা বাড়বে, বন্দরে অপেক্ষাকাল কমবে। আমদানি-রপ্তানিকারকদের খরচ কমবে এবং পণ্যের দাম কমার মাধ্যমে দেশে উপকৃত হবে।’ 

ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োজিত ৭৯ জন কর্মকর্তা গত ছয় মাসে ৫ হাজার ১৪৩টি কনটেইনারের ইনভেন্টরি কার্যক্রম সম্পন্ন করেছেন। অবশিষ্ট ৯২৬টি কনটেইনার চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে ইনভেন্টরি কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। 

সভায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বন্দরে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। বিপুলসংখ্যক কনটেইনারের ইনভেন্টরি সম্পাদন করে নিলাম প্রক্রিয়া স্বল্প সময়ের মধ্যে শুরু হবে। আর এ কাজে চট্টগ্রাম কাস্টমস হাউস অনেক আন্তরিকতা দেখিয়েছে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!