বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০১:৪১ এএম

হাসপাতাল পার্কিংয়ে দুই লাশ মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০১:৪১ এএম

হাসপাতাল পার্কিংয়ে দুই লাশ মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই

রাজধানীর মৌচাক ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে একটি গাড়িতে দুই লাশ উদ্ধারের ঘটনায় মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

গতকাল বুধবার মামলার তদন্তকারী (পিবিআই) কর্মকর্তা এসআই মো. আফতাবুজ্জান রূপালী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের শরীরে ফোসকা পড়া, মুখ লালচে ভাব, ফোলা ও রক্তমাখা আলামত নিয়ে বিশেষ তদন্ত করা হচ্ছে।

এর আগে নিহতের স্বজনদের অভিযোগ ছিল- জাকিরকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকা নিয়েছিল এক দালাল। কিন্তু তাকে শ্রীলঙ্কা নিয়ে অবৈধ পথে পাঠানোর চেষ্টা করেছিল। পরে পরিবার আরও টাকা-পয়সা দিয়ে তাকে ফেরত আনতে সক্ষম হয়। জাকির সেই টাকা আর তুলতে পারেননি।  গত ১০ আগস্ট টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু পরদিনই তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ হত্যাকা-ের বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে।  প্রথমে রমনা থানা পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। পরে প্রাথমিক তদন্তের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর আলোচিত ঘটনাটির তদন্ত পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

এর আগে গত সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা এটির ছায়া তদন্তের পর এ ঘটনার তেমন কোনো আলামত সংগ্রহ করতে পারেনি তদন্তকারী সংশ্লিষ্টরা। এরপর পিবিআই প্রাথমিক তদন্তে হত্যাকা-ের বিষয়টি সামনে আনেন। পিবিআইয়ের দাবি, ঘটনাটি স্বাভাবিক মনে হয়নি। সবকিছু বিবেচনা করলে দেখা যাচ্ছে তারা হত্যাকা-ের শিকার হয়েছে হয়তো। তাদের পরিবার যেভাবে অভিযোগ করছে, সেটাও উড়িয়ে দেওয়া যায় না। 
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!