সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:১০ এএম

ডাকসু নির্বাচন - স্বতন্ত্র প্রার্থীরাও করতে পারেন বাজিমাত 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:১০ এএম

ডাকসু

ডাকসু

প্রচার-প্রচারণায় পুরোদমে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। প্রার্থীদের তুমুল প্রচারণায় সরগরম ঢাবি ক্যাম্পাস। ছাত্রদল ও ছাত্রশিবির প্যানেলের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও এর বাইরেও চমক দেখাতে পারেন বেশ কজন স্বতন্ত্র প্রার্থী। গুরুত্বপূর্ণ পদে বাজিমাতের সম্ভবনা আছে বলে মনে করেন শিক্ষার্থীরা। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার চার দিন পার হয়েছে। নানা ধরনের লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে লিফলেট তৈরিতে সৃজনশীল অনেক পন্থা অবলম্বন করছেন প্রার্থীরা। এদিকে, নির্বাচন উপলক্ষে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার নির্বাচনে আটটি প্রস্তাবের আলোকে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল।

ডাকসু নির্বাচন-২০২৫-এ গুরুত্বপূর্ণ স্বতন্ত্র পদে বাজিমাত করতে পারেন যারা, তাদের মধ্যে, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদ তিনটিতে আছে ডাকসুর মূল সমীকরণ। দলীয় ব্যানারের বাইরে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা ও জিএস আল সাদী ভূঁইয়া আছেন আলোচনার শীর্ষে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামাকে ঘিরে আশার জায়গা মূলত নারী শিক্ষার্থীদের। এ ছাড়া অরাজনৈতিক ছাত্রদের মধ্যেও জনপ্রিয় উমামা। একই প্যানেলের জিএস পদপ্রার্থী ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া। নিষিদ্ধ ছাত্রলীগের আমলে নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশ কয়েকবার। চমক দেখাতে পারেন তিনিও। এজিএস পদে আলোচনায় আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বিদ্রোহ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে আসা দুজন নেতাÑ হাসিবুল ইসলাম ও তাহমিদ আল মুদ্দাসসির। দুজনেই দীর্ঘদিন ক্যাম্পাস রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার সুবাদে আলোচনায় রয়েছেন। 

এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার চার দিন পার হয়েছে। নানা ধরনের লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে লিফলেট তৈরিতে সৃজনশীল অনেক পন্থা অবলম্বন করছেন প্রার্থীরা। অনেক প্রার্থী লিফলেটে কিউআর কোড ব্যবহার করছেন। সেই কিউআর কোড স্ক্যান করলেই প্রার্থীর ইশতেহার দেখা যাচ্ছে। অনেক প্রার্থীর লিফলেটে স্থান পাচ্ছে তাদের শিক্ষার্থীবান্ধব কর্মকা- এবং যোগ্যতার বিবরণ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে টাকার আদলে তৈরি লিফলেট। বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ২০১৯-২০ সেশনের এই শিক্ষার্থী অভিনব প্রচারকৌশল সম্পর্কে বলেন, এবারের ডাকসুতে দেড় হাজারের মতো প্রার্থী। সবাই নিজের মতো করে লিফলেট বানাচ্ছেন। অনেক ভোটারই প্রার্থীদের কাছ থেকে লিফলেট নিচ্ছেন। অনেকের সঙ্গে কথা বলে বুঝলাম, তারা লিফলেটের নম্বর মনে রাখতে পারছেন না। আমি প্রথম দুই দিন কোনো লিফলেট না করে অভিনব কিছু করার কথা ভেবেছি। এর পরই এই আইডিয়া নিয়ে এসেছি। ‘নোটটা আসলে একটু আলাদা। এটাকে অনেকেই ইন্টারেস্টিং হিসেবে গ্রহণ করছেন। এটাকে একটা সুভেনির বা ডাকসুর স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন। আমার কাছে অনেকে চেয়েও নিচ্ছেন এই নোট। বেশির ভাগ শিক্ষার্থীই ইতিবাচকভাবে নিচ্ছেন।’ 

একই কৌশলে প্রচারণা করছেন স্যার এফ রহমান হল সংসদের ভিপি প্রার্থী নাঈমুর রহমানও। তবে বাংলাদেশি টাকা নয়, নাঈমুরের লিফলেট মার্কিন এক ডলারের নোটের আদলে বানানো। আসল নোটের মাঝখানে যেখানে জর্জ ওয়াশিংটনের ছবি, সেখানে নিজের ছবি বসিয়েছেন নাইমুর। 

নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে, নির্বাচনে আটটি প্রস্তাবের আলোকে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। গতকাল মধুর ক্যান্টিনের সামনে রাজনৈতিক, একাডেমিক ও প্রশাসনিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার, নারী, কালচারাল ও স্পোর্টস, ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তিসহ আটটি প্রস্তাবের ইশতেহার ঘোষণা করে। নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডারভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মোরাল পুলিশিং বন্ধ ও নারীদের পোশাকের স্বাধীনতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে ইশতেহারে। প্যানেলের প্রার্থীরা বলেন, নির্বাচিত হোক না হোক, প্রতিশ্রুতি মোতাবেক কাজ করতে তারা বদ্ধপরিকর।
 

রূপালী বাংলাদেশ

Link copied!