সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হারল নেদারল্যান্ডস। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন লিটনরা। আগামীকাল ১ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার পরস্পরের মুখোমুখি হবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ৩৯ বল হাতে রেখে লিটন-সাইফের বিস্ফোরক ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ (১৩৮/২)। অবশ্য দেড়শ রানের কম লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২৬ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায়। মারকুটে ব্যাটিং করতে গিয়ে ডটের বলে বোল্ড হয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। ৯ বলে ১৫ রান করেন এই ওপেনার। এরপর তানজিদ হাসান তামিম ও লিটন দাস মিলে ৬৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠেন। ২৪ বলে ২৯ রান করে তামিম আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন লিটন। ২৯ বলে অপরাজিত ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন অনেক দিন পর দলে সুযোগ পাওয়া সাইফ হাসান। তার ইনিংসে একটি চার ও ৩টি ছক্কার মার রয়েছে।
এর আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের হয়ে জ¦লে ওঠেন তাসকিন আহমেদ। তার ধারালো বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ডাচ্্ ব্যাটসম্যানরা। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ ব্যাটসম্যানের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ান তাসকিন। বিধ্বংসী বোলিং উপহার দেন এই ডানহাতি অভিজ্ঞ পেসার। ৪ ওভারে ২৮ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন। এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট শিকার করলেন এই বোলার। এ ছাড়া সাইফ হাসান ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। মোস্তাফিজুর রহমান পান এক উইকেট। শরিফুল, মেহেদী হাসান ও রিশাদ কোনো উইকেট পাননি। নেদারল্যান্ডসের পক্ষে তেজা সর্বোচ্চ ২৬ রান করেন। ২৩ রান করেন ও’ডট। ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।
এশিয়া কাপ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। র্যাঙ্কিং ও শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশের জয় অনুমিতই ছিল। তবে দাপুটে জয় চেয়েছিলেন অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে সেটি করে দেখিয়েছেন তারা। সিরিজের বাকি দুই ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে এমন জয়ের ছন্দ ধরে রাখার চেষ্টা করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসানকে যাছাই করে নেয় টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং ও বোলিংয়ে ঝলক দেখিয়ে নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন সাইফ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন