ইয়েমেনের রাজধানী সানায় ‘সবচেয়ে শক্তিশালী হামলা’ চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, তাদের ডজনের বেশি যুদ্ধবিমান সানায় হুতিদের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা সংশ্লিষ্ট নিশানা লক্ষ্য করে বোমা ছুড়েছে। বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবনে হওয়া এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
হুতি পরিচালিত ইয়েমেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে একে ইসরায়েলের ‘বর্বর অপরাধ’ আখ্যা দিয়েছে।
আগের দিনই ইসরায়েলের লোহিত সাগরের পর্যটনকেন্দ্র এইলাতে হুতিদের ড্রোন হামলায় ২২ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
১০ বছর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার পর থেকে হুতিরা দেশটির উত্তর-পশ্চিমের সিংহভাগ অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে হামলা শুরু করে।
হুতিদের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টায় ইসরায়েলও গত দুই বছরে অনেকবারই ইয়েমেনের হুতি নিশানায় বিমান হামলা চালিয়েছে, যাতে মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে কয়েকশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন