ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় গতকাল শুক্রবার সকাল ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এতে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, খবরের কাগজের আলমগীর অরণ্য, ডেইলি ইন্ডাস্ট্রির শিহাব মল্লিক এবং জেলা প্রেসক্লাব সভাপতি স্বপন মাহমুদ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানান।
ঘটনার সূত্রপাত ঘটে ২৫ সেপ্টেম্বর, যখন শৈলকুপা ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার নামে টাকা উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিক, দেলোয়ার কবীর (বাংলাদেশ পোস্ট), এম বুরহান উদ্দীন (বাংলাদেশের খবর) ও সুজন বিপ্লব (ভোরের আকাশ) কে বিদ্যালয় প্রাঙ্গণে মারধরের হুমকি ও অশালীন আচরণ করা হয়। এ ঘটনায় দেলোয়ার কবীর শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন