নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃদুল (২৮) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আহম্মদ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, সকালে ঢাকামুখী একটি মোটরসাইকেল জলসিঁড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মৃদুল ও আহম্মদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আহম্মদকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন