যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজিম উদ্দিন (২৮)। তিনি মণিরামপুরের মাসনা মাদ্রাসাশিক্ষক ও খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। জানা গেছে, নাজিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন