মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার প্রতীক কুমার বণিক।
দিনব্যাপী কর্মশালায় নিরাপদ খাদ্যবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) ও প্রকল্প ব্যবস্থাপক অমিতাভ পাল। এ ছাড়া মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতষ্ঠান, জনপ্রতিনিধি ও অংশীজনরা মুক্ত আলোচনায় অংশ নেন। সকালে রেজিস্ট্রেশন ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় কর্মশালা। নিরাপদ খাদ্য কর্মকর্তা মাগুরার উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বরোপ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন