নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করে ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের অধিকাংশ সময় উপজেলার বাজারকেন্দ্রিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
তাদের দাবি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে কোটি টাকা ব্যয় হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বছরের পর বছর পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে তাদের।
জানা যায়, উপজেলার ৬ রাস্তার মোড় থেকে পুরোনো বাজার এলাকায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধানে কয়েক বছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু ওই এলাকার তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার না হওয়ায় ড্রেন কোনো কাজে আসছে না। বরং পানি জমে থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার করা হলে সমস্যার স্থায়ী সমাধান হতো। কিন্তু ওই প্রকল্প হাতে না নিয়ে বরং নতুন ড্রেন নির্মাণের ফলে উল্টো পানি তেলপাম্প এলাকায় আটকে যাচ্ছে। গত বছর ওই এলাকার ড্রেন সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বছরও নতুন বরাদ্দ এসেছে, কিন্তু প্রকল্প গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যাংকেই জমা রাখা হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, ‘এ বিষয়ে আগের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে হবে। আমি নতুন, তাই বিস্তারিত জানি না। একা আমার পক্ষে এ কাজ সম্ভব নয়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন