দেশের উত্তরাঞ্চলে শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও বাবা-ছেলেসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন। নিহতদের মধ্যে আছেন বগুড়ায় বাবা-ছেলে এবং রংপুরে মা-ছেলে।
গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার অটোরিকশাচালক শুকুর আলী (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুটিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব (৫)। এ ঘটনায় আহত হন বিপুলের স্ত্রী মমতা রানী (৩২) ও মেয়ে রূপা মনি (৯)। তারা বর্তমানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়, তবে গাড়িটি জব্দ করেছে পুলিশ।
এর কয়েক ঘণ্টা আগে, ভোররাত ৪টার দিকে রংপুর নগরীর দমদমা ব্রিজ এলাকায় ইউটার্ন নিতে গিয়ে একটি পিকআপ বালুবাহী ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপযাত্রী শাহীনা বেগম ও তার এক বছরের শিশু ওয়ালিদ নিহত হন। একই সঙ্গে পিকআপের হেলপার আরিফও প্রাণ হারান। নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত হন শাহীনার স্বামী মোতালেব ও পিকআপের চালকসহ অন্তত ৫ জন। তারা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেলেও তাদের আটকের চেষ্টা চলছে।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান দুই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় ক্ষেত্রেই নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন