বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার চর উজলাব ইউনিয়নের দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় ২ হাজার মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ঢাকা থেকে আগত ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে সেবা দেন। অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্মসহ বিভিন্ন বিভাগে রোগীরা চিকিৎসা পান। রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।
এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এই সময় তিনি বলেন, ‘গ্রামের দুস্থ ও অসহায় মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন থেকেই এই সেবা প্রদান করা হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক ও উপজেলায় উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শাজাহান, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল হক সবুজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, কৃষক দলের সদস্যসচিব মোস্তফা কামাল, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মো. মোবারক হোসেনসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল নেতাকর্মীবৃন্দ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন