ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিন্নত আলী (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের দাতম-ল গ্রামের পশ্চিম পাশের ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিন্নত আলী দাতম-ল গ্রামের উত্তরপাড়ার মো. মুসখেত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিন্নত আলী গত রোববার থেকে নিখোঁজ ছিলেন। পরে আশপাশে, মাইকিং, আত্মীয়স্বজনদের বাড়িসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। নিখোঁজের ৫ দিন পর গতকাল সকালে তার মরদেহ নিজ জমি থেকে উদ্ধার করে পুলিশ।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, গতকাল সকালে মিন্নত আলী মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন