শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:০০ এএম

বুসকেতসের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:০০ এএম

বুসকেতসের অবসর ঘোষণা

অবসরের ঘোষণা দিলেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন সের্হিও বুসকেতস। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই ফুটবল মাঠকে বিদায় বলবেন এই স্প্যানিশন তারকা। বিশ^কাপজয়ী স্প্যানিশ কিংবদন্তির খেলোয়াড়ি জীবন শেষ হচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তি শেষেই। সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সি মিডফিল্ডার। বিদায়বেলায় পূর্ণতায় ডুবে থাকার তৃপ্তি তার কণ্ঠে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলার সময় আমার চলে এসেছে। যার স্বপ্ন সব সময় দেখেছিলাম, সেই অবিশ্বাস্য গল্প উপভোগের প্রায় ২০ বছর হয়ে গেল।

দুর্দান্ত সব জায়গায় অনন্য সব অভিজ্ঞতা আমাকে উপহার দিয়েছে ফুটবল, পথচলায় পেয়েছি অসাধারণ সব সঙ্গী।’ তিনি আরও বলেন, ‘খুবই খুশি মনে, গর্ব নিয়ে, পূর্ণ হয়ে এবং সবকিছুর ওপর কৃতজ্ঞতা নিয়ে অবসরে যাচ্ছি আমি। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে শিগগিরই।’ বুসকেতসের মূল পরিচয় বার্সেলোনার বুসকেতস হিসেবেই। বিভিন্ন একাডেমি হয়ে ২০০৫ সালে কাতালান ক্লাবটির যুব দলে তার বিচরণ শুরু। পরের ১৮ বছর তিনি ছিলেন এই ক্লাবের প্রায় সমার্থক। বার্সেলোনর জার্সিতে সাত শতাধিক ম্যাচ খেলেছেন।

ক্লাবের স্বর্ণসময়ের সবচেয়ে উজ্জ্বল সেনানীদের একজন তিনি। জিতেছেন ৯টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। স্পেনের হয়ে খেলেছেন ১৪৩ ম্যাচ। দেশের ফুটবল ইতিহাসের সেরা সময়ের সাক্ষীদের একজনও তিনি। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোÑ টানা তিন বড় শিরোপায় তার ছিল উল্লেখযোগ্য অবদান।

বিদায়বেলায় বার্সেলোনা ও স্পেনের প্রতি তার অনুরাগ ফুটে উঠল প্রবলভাবেই। বুসকেতস বলেন, ‘বার্সেলোনা ফুটবল ক্লাবকে ধন্যবাদ, দা ক্লাব অব মাই লাইফ! যেখানে ছেলেবেলার স্বপ্ন পূরণ করে প্রিয় জার্সি গায়ে শত শত ম্যাচ খেলেছি। ক্যাম্প ন্যুয়ে উদযাপন করেছি অনেক গল্প, উপভোগ করেছি অনন্য অনেক কিছু, যা কখনো ভুলব না।’ তিনি আরও বলেন, ‘স্পেন জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা। এতবার দেশের প্রতিনিধিত্ব করতে পারা ছিল সম্মানের এবং অর্জনগুলো সব সময়ই আমার হৃদয়ে জায়গা নিয়ে থাকবে।’ বুসকেতস কৃতজ্ঞতা জানালেন বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির প্রতিও।

 

রূপালী বাংলাদেশ

Link copied!