এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রতি বছরই অ্যাওয়ার্ড নাইট আয়োজন করে। আগামী ১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদে এএফসি অ্যাওয়ার্ড নাইটের ২৬তম আসর হওয়ার অপেক্ষায়। সেরা খেলোয়াড়সহ মোট ২০ ক্যাটাগরির পুরস্কারের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুটির জন্য মনোনীত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অফিসিয়াল ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা করেছে এএফসি। এএফসি অ্যাওয়ার্ডে বাফুফের ব্রোঞ্জ ক্যাটাগরিতে এটাই সর্বোচ্চ মনোনয়ন।
মনোনীতদের মধ্য থেকে প্রতি ক্যাটাগরিতে এক ব্যক্তি বা সংস্থা পুরস্কার পাবে। তৃণমূলে ফুটবলের উন্নয়নে ভূমিকা ও কাজের জন্য আরও উৎসাহিত করতে এএফসি সভাপতি গ্রাসরুটে তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। ব্রোঞ্জ ক্যাটাগরিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নর্দার্ন মারিয়ানা ও ভিয়েতনাম ফুটবল ফেডারেশন মনোনীত হয়েছে। তৃণমূলে কাজের জন্য এএফসি থেকে বাফুফে এটাই প্রথম কোনো স্বীকৃতি পেতে যাচ্ছে। বাফুফে এবার এএফসি গ্রাসরুট ডে-তে কয়েক শ খুদে ফুটবলার নিয়ে বড় অনুষ্ঠান করেছিল যশোরের শামসুল হুদা অ্যাকাডেমিতে। এ ছাড়া রাজশাহীতে বাফুফে নিবন্ধিত সব অ্যাকাডেমিকে সনদও দিয়েছিল। এর জন্যই মিলেছে এই স্বীকৃতি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন