সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:১৭ এএম

কিছুদিনের মধ্যেই সুখবর দেবেন মিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:১৭ এএম

কিছুদিনের মধ্যেই সুখবর দেবেন মিম

আজ বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা সাধারণত পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করেন। সেই ধারাবাহিকতায় গতকাল ৯ নভেম্বর রাত থেকেই তার জন্মদিনটি পারিবারিকভাবে উদযাপন শুরু হয়েছে। তবে যেহেতু তিনি ‘রিমার্ক’র (হারলেন) ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই সেই প্রতিষ্ঠানের বিশেষ অনুরোধে তিনি জন্মদিনের কোনো একটা সময়ে ‘রিমার্ক’র-এর অফিসে যাবেন এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছকে বাঁধা নিয়মের বাইরে গিয়ে জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপন করবেন বলে জানান মিম। তবে এবারের জন্মদিনে যাচ্ছেন না কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা অফিসে। জন্মদিনটা একেবারেই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকেই তিনি উদযাপন করতে চান। মিম জানান, আর কিছুদিনের মধ্যেই নতুন একটি সুখবর সবাইকে দেবেন। জন্মদিনের রেশ থাকতে থাকতেই তিনি তার নতুন এই সুখবরটি সবাইকে জানান দেবেন। সেই সময় পর্যন্ত তার ভক্ত দর্শককে অপেক্ষায় থাকার বিশেষ অনুরোধও করেছেন মিম।

মিম দীর্ঘদিন ধরেই ‘ইউনিসেফ’-এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছেন। এ ছাড়াও তিনি ‘সেইলর’, ‘ওয়ালটন’, ‘বিকাশ’, ‘বাটা’, ‘বার্জার পেইন্টস’, ‘হারলেন কসমেটিকস’, ‘ইমামি সেভেন ওয়েলস’, ‘ক্ল্যাসিক্যাল হোম টেক্স’, ‘জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড’ ‘লাক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ‘ইউনিসেফ’র শুভেচ্ছাদূত হিসেবে মিম এরইমধ্যে বিগত বেশ কয়েক বছর যাবত নানান ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আবার উল্লেখিত প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যথেষ্ট দায়িত্বশীলতার মধ্য দিয়েই কাজ করে যাচ্ছেন।

জন্মদিন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন,‘ প্রতি বছর জন্মদিনটি নানা কারণে বিশেষায়িত হয়ে ওঠে। এ বছর কী কারণে কেমন করে বিশেষায়িত হয়ে উঠবে তা আমার জানা নেই। আগেরদিন রাত থেকে জন্মদিন, তার পরেরদিন পর্যন্ত নানা কারণে জন্মদিনকে ঘিরে আমি সারপ্রাইজড হই। আমার জীবনের বিশেষ বিশেষ সময়ে আমি আমার বাবা-মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। জন্মদিনেও ঠিক তাই। আর আমার স্বামী সনি তো দিনটিকে বিশেষায়িত করার জন্য নানা পরিকল্পনা থাকেই। তবে ভক্ত দর্শকেরও যে উন্মাদনা থাকে তাও আমাকে মুগ্ধ করে।

ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর শৃঙ্খলিত পরিপাটি এক জীবন উপহার দিয়েছেন, এমন দেবতার মতো বাবা মায়ের ঘরে আমায় জন্ম দিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে অনিন্দ্য সুন্দর মনের একজন মানুষকে উপহার দিয়েছেন, এর চেয়ে বড় এই জীবনে আর কী হতে পারে আমার জানা নেই। আমি সবার দোয়া ও ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। আর নিশ্চয়ই ভালো ভালো কাজ উপহার দিতে চাই, যেমন একটি কাজের ঘোষণা কিছুদিনের মধ্যেই দিতে যাচ্ছি।’ মিম অভিনীত সর্বশেষ তুমুল আলোচিত সিনেমা রায়হান রাফি’র ‘পরাণ’। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ও আলোচিত সিনেমা।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!