সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:২০ এএম

বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫

আজীবন সম্মাননা পেলেন জুয়েল আইচ ও আনোয়ারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:২০ এএম

আজীবন সম্মাননা পেলেন জুয়েল আইচ ও আনোয়ারা

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশ-বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ আজীবন সম্মাননা দেওয়া হয় বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে।

চলচ্চিত্র, টিভি এবং ওটিটি মাধ্যমে তুমুল জনপ্রিয়তার কারণে ‘মোস্ট পপুলার এক্টর-এর সম্মানননা পান মোশাররফ করিম ও মোস্ট পপুলার এক্ট্রেস পুরস্কার অর্জন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজারের অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিন্স মাহমুদ। রঙ্গিলা কিতাব সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি, জ্বিন ৩ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান আব্দুন নূর সজল, একই সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান দিলশাদ নাহার কনা, শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন।

এডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান আবু রায়হান জুয়েল।

স্যালুট নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান রাশেদ সীমান্ত, খোয়াবনামা নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা, ক্রিটিকস অর্জন করেন তৌসিফ মাহবুব। সাদী মুবারক নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান রোবেনা রেজা জুঁই, ওটিটি বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান (পেট কাটা ষ-২) কাজী নাওশাবা আহমেদ। শ্রেষ্ঠ পরিচালক হন রাইসুল তমাল (নাটক: শ্যাওলা ফুল), শ্রেষ্ঠ পরিচালক, ক্রিটিকস পুরস্কার পান অনন্য ইমন (নাটক: অভাব), সেরা গানের অনুষ্ঠান বৈশাখীর গোল্ডেন সংয়ের জন্য প্রযোজক লিটু সোলায়মান। নৃত্যশিল্পীর পুরস্কার পান মো. মোফাসসাল আল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন। শ্রেষ্ঠ গায়ক, ক্রিটিকস (আধুনিক) পুরস্কার পান ফাহিম ইসলাম। এ ছাড়াও বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা শামীম জামান, লুমিনো পিকচার্সের স্বত্বাধিকারী রাকিবুল হাসান তানভীর, মডেল নওরিন, শাখাওয়াত হোসেন শুভ, রোস্তম মল্লিক ও ডালিম রহমান।

বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম জিয়াউল কবির সুমনকে সম্মাননা প্রদান করা হয়। কবিতা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সম্মাননা পান জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, সংগীতশিল্পী সায়েরা রেজা, ধ্রুব গুহ, আসিফ ইকবাল আহমেদ ও রাজু আলীম।

এ ছাড়াও যাদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হয় তারা হলেন সিনিয়র সচিব মো. নেয়ামতউল্লাহ, এটিএন বাংলার নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন, এফবিসিসিআই নেতা মীর নিজামউদ্দিন আহমেদ ও খন্দকার রুহুল আমিন, কর্নেল (অব.) মো. আরিফুর রেজা, সংগীতশিল্পী জেনস সুমন, নারী উদ্যোক্তা শারমীন হোসেন, মঞ্চ ও টিভি অভিনয়ে মো. এরশাদ হাসান।

বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পান এফ আই দীপু,  বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, মাসুম অপু, মোস্তফা মতিহার, মাহমুদ মানজুর, জনি হক, অনিন্দ্য মামুন, মো. জাহিদুল ইসলাম। বিসিআরএ সংগঠক মেহেদী মাসুম ও হালিম মোহাম্মদ।

সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠান উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাবেক সভাপতি রাজু আলীম, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল, সিআইপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সভাপতি কামরুল হাসান দর্পণ।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক দুলাল খান ও সহ-সাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব পান্থ আফজাল। জুরি বোর্ডে ছিলেন সুমন মোস্তফা, চেয়ারম্যান, পান্থ আফজাল, সদস্য সচিব, অন্য সদস্যরা হলেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, বখতিয়ার জন ও শিবশংকর মোদক। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অচিন্ত্য চয়ন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!