সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে বসেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে তারা আমরণ অনশন শুরু করেন। এই অনশনে কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হলে তার দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে বলে হুঁশিয়ার করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এর আগে গত ৫ নভেম্বর ইবতেদায়ি শিক্ষকরা জানান, ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর ১টা থেকে অর্ধবেলা অনশন কর্মসূচি পালন করবেন তারা। পরদিন ১২ নভেম্বর থেকে তারা লাগাতার অনশন শুরু করবেন। তবে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়াসহ নানা কারণে গত রোববার থেকেই তারা অনশন শুরু করেন। টানা ২৯ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি স্থলেই তারা অনশন শুরু করেন। অনশন শুরুর প্রথম দিনে গত রোববার বিকেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে তারা ফুটপাতে তাদের অবস্থান ও অনশন অব্যাহত রেখেছেন।
সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ-সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেন। শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন