পরিত্যক্ত ঘোষণা করা জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বর্ষায় ভবনের ছাদ থেকে চুয়ে চুয়ে পড়ে পানি। এতে প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়ে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র। এমতাবস্থায় ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের।
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গুড়া উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ভবনে ছাদের পলেস্তারা খসে ঢালাইয়ের রড বের হয়ে গেছে। দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাদের ভিমে ফাটল ধরেছে। সিলিং ফ্যানের হুকগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ভবনের অনেক স্থানে মেঝের ঢালাইও উঠে গেছে। সম্প্রতি ছাদের ড্যামেজ অংশ থেকে পলেস্তারা খসে পড়ে কয়েকজন কর্মচারী আহতও হয়েছেন বলে জানা যায়। এই ভবনে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে উপজেলা ফৌজদারি ও দেওয়ানি আদালত হিসেবে ব্যবহারের জন্য ভবনটি নির্মিত হয়। পরে আইন মন্ত্রণালয়ের অনুমোদনে এটি সাব-রেজিস্ট্রার অফিস হিসেবে ব্যবহার শুরু হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি ইতোমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানোর পরও ভবনটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অথচ এই অফিসের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে সরকার।
হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টারের সভাপতি অধ্যাপক আলহাজ মাহবুব-উল-আলম বাবলু বলেন, উপজেলা পরিষদ অ্যাক্ট অনুযায়ী ভবনটি পরিষদের জায়গায় আছে। তাই এই জায়গা সাব-রিজিস্ট্রি অফিসের নামে হস্তান্তর ছাড়া সেখানে নতুন ভবন নির্মাণে জটিলতা রয়েছে। তিনি এলাকাবাসীর পক্ষে এই ভবনটি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নামে বরাদ্দসহ সেখানেই নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রার রিজভী ইবনে মাহমুদ রূপালী বাংলাদেশকে বলেন, ভবনটি অনেক পূর্বেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আবার এটি ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণ করাও হচ্ছে না। ফলে তারা ঝুঁকি ও কষ্ট দুটোর মধ্যেই কাজ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন