সংস্কৃতির সুস্থ বিকাশের লক্ষ্যে গীতিকবিতা ও বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন মাহমুদ মানজুর। গত ৮ নভেম্বর তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। এ সময় পাশে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই স্বীকৃতি প্রদান করা হয়।
এমন স্বীকৃতি পেয়ে মাহমুদ মানজুর বলেন, ‘যে কোনো স্বীকৃতি সুখের। আর সেটি যদি হয় দেশের সংস্কৃতি বিকাশের জন্য, তবে তো সেটি হয়ে ওঠে সম্মানের। বিসিআরএ- আমাকে যে সম্মান দিয়েছে, এর জন্য আমি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সামনে সুস্থ সংস্কৃতির বিকাশে আরও কাজ করার শক্তি অনুভব করছি।’
মাহমুদ মানজুর দুই দশকেরও বেশি সময় ধরে বিনোদন সাংবাদিকতা ও গীতরচনায় নিজেকে নিমজ্জিত করে রেখেছেন। তিনি এ পর্যন্ত কাজ করেছেন দৈনিক যুগান্তর, তারকালোক, আজকের কাগজ, মানবজমিন, ভোরের কাগজ হয়ে গত ১০ বছর ধরে কর্মরত আছেন বাংলা ট্রিবিউনের বিনোদন সম্পাদক হিসেবে।
পাশাপাশি তিনি গান রচনা করে আসছেন। তার লেখা গানের সংখ্যা দেড় শতাধিক। তিনি স্বাধীন মাধ্যমের বাইরেও নিয়মিত গান লিখছেন সিনেমা ও নাটকের জন্য। সর্বশেষ তিনি লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’র টাইটেল সং। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা। শিগগিরই প্রকাশ পাবে মাহমুদ মানজুরের লেখা ১২ জন নন্দিত গীতিকবির বায়োগ্রাফিকাল বই ‘গীতিজীবন’। প্রকাশ করছে আজব প্রকাশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন