ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা কবে হবে, সে দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো। কাক্সিক্ষত নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দল তপশিল ঘোষণার আগেই প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করেছে। সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। ফলে, জাতি একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তপশিল ঘোষণা করার পরিকল্পনা আছে ইসির বলে জানা গেছে।
ইসি সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে ইসির। তপশিল ঘোষণার সিদ্ধান্ত নিতে ইসি আগামীকাল রোববার বৈঠকে বসবে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিন গণভোটও হবে। এটিকে একটি অতিরিক্ত চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। বিশেষ করে ভোট গ্রহণের সময় ব্যবস্থাপনা কীভাবে করা হবে, তা নিয়ে ইসিকে ভাবতে হচ্ছে। তপশিল ঘোষণার তারিখ ও সময় ব্যবস্থাপনা নিয়ে রোববারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ৭ ডিসেম্বরের পর যে কোনো দিন ঘোষণা করা হবে। আগের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তপশিল ঘোষণা হবে। অর্থাৎ ডিসেম্বরের ৭ তারিখের পর যে কোনো দিন ঘোষণা হতে পারে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
যদিও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। ১০ ডিসেম্বর তপশিল ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘তপশিল এবং ভোটের তারিখÑ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে। কিন্তু কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।
আখতার আহমেদ আরও বলেন, দিনক্ষণ-তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি।
কাক্সিক্ষত নির্বাচনের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি এবং তার পক্ষে নানা আওয়াজ দেয় রাজনৈতিক দলগুলো। যার ফলে তপশিল ঘোষণার পর দলগুলো প্রার্থী চূড়ান্ত করলেও এবার বিএনপি এরই মধ্যে ২৭৩টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও ২৯৮টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করে রেখেছে। এসব সম্ভাব্য প্রার্থী নিজ নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগও শুরু করেছেন। তবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ করার পর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপি এবার জোটবদ্ধ নির্বাচনে যাবে নাকি সমমনাদের সঙ্গে আসনভিত্তিক সমঝোতা করবে, তা এখনো পরিষ্কার নয়। তবে বেশ কিছু আসনে তারা এখনো প্রার্থী ঘোষণা করেনি। জোট বা সমঝোতা যেটাই হোক, সমমনা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি। নির্বাচনের তপশিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। বিএনপি ইতোমধ্যে নির্বাচনের প্রচার কৌশলও অনেকটা চূড়ান্ত করেছে। নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করার কাজ করছে দলটি। তবে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি দল ইতোমধ্যে নির্বাচনকেন্দ্রিক একটি সমঝোতার মধ্যে আছে। তারা আরও কয়েকটি দলকে সঙ্গে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনি কোনো জোট হবে নাকি আসন সমঝোতা হবে, তা এখনো ঠিক হয়নি। এটি চূড়ান্ত হওয়ার পর জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। জামায়াতে ইসলামীর প্রার্থীরাও জনসংযোগ করছেন।
অন্যদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে তারা দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে। এখন মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। শিগগির তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানা গেছে। তপশিল ঘোষণার আগেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।
জাতীয় নির্বাচন সামনে রেখে বামপন্থি ৯টি দল ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ নামে বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোটে থাকছে বাম গণতান্ত্রিক জোটের ছয় শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন। এ ছাড়া শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ, প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতিষ্ঠিত ঐক্য ন্যাপ ও বাসদ (মাহবুব) এই জোটে যুক্ত হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে নির্বাচনি জোট নিয়ে আলোচনা হলেও শেষ দিকে তা আলোর মুখ দেখেনি। ফলে এনসিপি একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অন্যরা এখনো জোট নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর বাইরে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট গঠিত হচ্ছে। এই জোটের সম্ভাব্য নাম ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’।
এদিকে, আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। একজন ভোটারকে দুটি করে ভোট দিতে হবে। এতে ভোট দিতে সময় বেশি লাগবে। এ জন্য ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়াতে হবে কি না, তা বুঝতে গত শনিবার রাজধানীর একটি ভোটকেন্দ্রে মক ভোটিংয়ের আয়োজন করেছিল ইসি। ভোট উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। সরকার ইতোমধ্যে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু করেছে। ৬৪ জেলার ডিসি এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ইউএনওরা থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। ইতোমধ্যে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। এ ছাড়া লটারির মাধ্যমে ৬৪টি জেলায় পুলিশ সুপার (এসপি), মহানগরগুলো বাদে ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করা, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, আইনবিধি সংস্কার, রাজনৈতিক দলের নিবন্ধন, প্রয়োজনীয় কেনাকাটাসহ নির্বাচনের তপশিল ঘোষণার আগে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন হয়, ইতোমধ্যে সেগুলো শেষ হয়েছে।
এখন তপশিল ঘোষণার অপেক্ষা। ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তপশিল ঘোষণার পরিকল্পনা আছে সাংবিধানিক এই সংস্থার। সেক্ষেত্রে ভোট হবে আগামী বছরের ৫-১২ ফেব্রুয়ারির মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো শুধু নয়, পুরো জাতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যার ফলে নির্বাচনের তপশিল ঘোষণা হবে কবে সে দিকেই তাকিয়ে সবাই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন