ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার রাশিয়া ও তার দেশ নতুন দফায় শান্তি আলোচনায় বসছে। তুরস্কের ইস্তাম্বুলে এ আলোচনা হবে। গতকাল সোমবার রাতে দেওয়া নিয়মিত ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আজ আমি রুস্তেম উমেরভের (ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান) সঙ্গে বন্দিবিনিময়ের প্রস্তুতি ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তুরস্কে আরেকটি বৈঠক করার ব্যাপারে আলোচনা করেছি।
উমেরভ জানিয়েছেন, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।’ সম্প্রতি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দেন। ৫০ দিনের ভেতর যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক দিন পর এ প্রস্তাব দেওয়া হয়। ৫০ দিনের ভেতর যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক দিন পর শান্তি আলোচনার এ প্রস্তাব দেওয়া হয়। এ সপ্তাহের আলোচনাও চলমান যুদ্ধ শেষ করার আরেকটি প্রচেষ্টা।
তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। আলোচনার আগেই রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বিবিসিকে বলেন, পুতিনের আচরণে তিনি হতাশ। তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
এএফপিকে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলের আলোচনায় নতুন করে বন্দিবিনিময় এবং জেলেনস্কি ও পুতিনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে।