রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:০৬ এএম

ইরানের আদালতে ভয়াবহ জঙ্গি হামলা, নারী ও শিশুসহ নিহত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:০৬ এএম

ইরানের আদালতে ভয়াবহ জঙ্গি হামলা, নারী ও শিশুসহ নিহত

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের এক আদালত ভবনে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের একদল সশস্ত্র সদস্য এ হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। অন্যদিকে এবিসির নিউজে এ ঘটনায় নিহতের সংখ্যা বলা হয়েছে ৮ জন। রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশ। এই প্রদেশটির একদিকে পাকিস্তান ও অন্যদিকে আফগানিস্তান।

এই এলাকাটি প্রায়ই সংঘাতপূর্ণ থাকে, কারণ এখানে ইরানি নিরাপত্তা বাহিনী, যেমন আইআরজিসিসহ বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, উগ্র সুন্নি দল ও মাদক পাচারকারীদের মধ্যে বারবার সংঘর্ষ হয়। হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে ঢোকার চেষ্টা করেছিল। হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হন।

এ তথ্য জানান সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির। নিহতদের মধ্যে এক বছরের শিশু ও শিশুটির মাও ছিলেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সক্রিয় একটি বালুচ জিহাদিগোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রদেশটির রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। তাদের হামলায় নিহতদের মধ্যে মা ও শিশু রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

হামলার পর নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়েশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ছেড়ে যেতে বেসামরিক নাগরিকদের বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালুচ মানবাধিকারগোষ্ঠী হালভস জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে।

সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস। এ জনগোষ্ঠীর অভিযোগÑ তারা দেশটির রাজনীতিতে উপেক্ষিত ও অর্থনৈতিক বঞ্চনার শিকার। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ প্রায়ই ঘটে। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে শুরুতে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষিপ্ত সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে আগে থেকেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। তাই ওই এলাকায় এমন হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। এদিকে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত জেলার আগলান গ্রামের কাছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শনিবার (২৬ জুলাই) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, একটি সন্ত্রাসীগোষ্ঠী ঘাঁটির কাছে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে এক ব্যক্তি প্রাণ হারান এবং অন্যজন আহত হন। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!