আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে ৫০ ইসলামপন্থি জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, সকালেও বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা আরও তিন জঙ্গিকে হত্যা করেছে তারা। সেনাবাহিনীর অনুপ্রবেশবিরোধী অভিযানে এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫০ জন সন্ত্রাসী নিহত হলো। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা জঙ্গিদের উৎপাতে অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাম্বাজা এলাকায় অভিযান চালিয়েছে। কারণ সেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে এ জঙ্গিদের হত্যা করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশে ইসলামপন্থি জঙ্গি এবং সেখানকার খনিজ সম্পদে বেশি অংশীদারিত্বের দাবিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী উভয়ই সক্রিয়। রয়টার্স স্বাধীনভাবে এ নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
স্বাধীন বিশ্লেষক ও জঙ্গি গোষ্ঠীগুলোর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই জঙ্গি নিহতের সংখ্যা বাড়িয়ে বলে। তবে সেনাবাহিনী তাদের দাবি অস্বীকার করেছে। সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে, ‘নিরাপত্তা বাহিনী জাতির সীমান্ত সুরক্ষিত রাখতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ব্যাহত করার প্রচেষ্টা প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ।’ এর মাত্র এক দিন আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তর নিষিদ্ধ ঘোষিত কথিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর যুদ্ধ শাখা মজিদ ব্রিগেডকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তানের দীর্ঘদিনের প্রত্যাশিত পদক্ষেপটি সন্ত্রাসবাদ দমনে তাদের অঙ্গীকার প্রদর্শন করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী সহযোগিতা ও আন্তর্জাতিক সমন্বয়ের ইঙ্গিত দেয়। ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকা- বেড়েছে। গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে গত এক বছরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে।
এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাই কা-ের দায় স্বীকার করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি এবং তাদের অপারেশন শাখা মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত সোমবার এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এ বালুচ লিবারেশন আর্মি। পাকিস্তানের খনিজ-সমৃদ্ধ ওই অঞ্চলের গোয়াদার গভীর সমুদ্রবন্দর এবং বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, গত মার্চে কোয়েটা থেকে পেশাওয়ার যাওয়া পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন