কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে কূটনৈতিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে। সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে ১৯৬০ সালে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’ অনুযায়ী সম্ভাব্য বন্যার পূর্বাভাস দিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। গত মে মাসে সামরিক সংঘাতে জড়ানোর পর সিন্ধু নদীর তথ্য সরবরাহ নিয়ে কঠোর হয় ভারত।
তবে শেষ পর্যন্ত সেই কঠোরতা পরিহার করে আবারও প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তথ্য সরবরাহ শুরু করেছে নয়াদিল্লি। ইসলামাবাদকে সম্ভাব্য বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ। সূত্রটি জানিয়েছে, জম্মুর তাউই নদীতে বড় ধরনের বন্যার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে নয়াদিল্লি। সূত্রটি আরও জানায়, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনার আজ সকালে এই সতর্কবার্তার বিষয়ে জানান। সূত্রটি নিশ্চিত করেছে, ভারতের কাছ থেকে বন্যার সতর্কবার্তা পাওয়ার পরই এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে গত এপ্রিলে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে মে মাসে সামরিক হামলা চালায় নয়াদিল্লি। পাশাপাশি সিন্দু নদী চুক্তিও স্থগিত করে। যদিও পাকিস্তান ওই হামলার দায় অস্বীকার করে এবং ভারতীয় হামলা প্রতিহত করতে ইসলামাবাদও পাল্টা হামলা চালায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি বাস্তাবায়িত হয়। এতে বলা হয়, কেউ এককভাবে এই চুক্তি স্থগিত করতে পারবে না।