সম্প্রতি আফগানিস্তানের হেরাতে বাস দুর্ঘটনায় ৭৯ জন নিহত হওয়ার কয়েক দিন পর আবারও মর্মান্তিক বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে দেশটির রাজধানী কাবুলে একটি যাত্রীবাহী বাস উলটে ২৫ জন নিহত হন। একজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া আরও ২৭ জন আহত হয়েছে বলে জানা গছে। ভোরে কাবুলের উপকণ্ঠে আরঘান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ এবং কান্দাহার থেকে যাত্রী বহন করছিল এবং রাজধানীর দিকে যাওয়ার সময় এটি উলটে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, প্রাথমিকভাবে বেপরোয়া গাড়ি চালানো এ দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি মারাত্মক দুর্ঘটনার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ওই ঘটনায় অন্তত ৭৯ জন আফগান নাগরিক নিহত হন। হেরাত দুর্ঘটনাটি গভীর রাতে ঘটেছিল। ইরানের সঙ্গে হেরাত শহরের সংযোগকারী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস, একটি মোটরসাইকেল এবং একটি মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের মধ্যে ইরান থেকে ফিরে আসা আফগান শরণার্থী নারী ও শিশুও ছিলেন।