পার্সটুডে-পশ্চিম তীরের বিভিন্ন শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে নাবলুসের দক্ষিণে এক তরুণ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। পার্সটুডের খবরে বলা হয়েছে, জর্ডান নদীর পূর্ব তীরে অবস্থিত নাবলুসে ইসরায়েলি সৈন্যরা ‘বাহা আবদ রাশেদ’ নামে ৩৭ বছর বয়সি এক ফিলিস্তিনির মাথায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে বেইতা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি শহিদ হন। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার নাবলুসে প্রার্থনারত ফিলিস্তিনিদের ওপর লক্ষ্যহীনভাবে গুলি চালায় যার ফলে ওই তরুণ ফিলিস্তিনি শহিদ হন।
এদিকে, ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরাবাহ শহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং হামলার পর ফিলিস্তিনি যুবকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত সেবাস্তিয়া শহর এবং জর্ডান নদীর পশ্চিম তীরে রামাল্লাহর রেন্টিস গ্রামেও আক্রমণ করেছে। সেখানে সাধারণ মানুষের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে। জেনিনের পশ্চিমে বারকিন শহরেও ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি যুবকদের ওপর গুলি চালিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন