ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জানো কি?

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৮ এএম

 

  • পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
  • ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।
  • প্রাকৃতিক গ্যাসের কোনো ধরনের গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোনো কারণে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি।
  • আপনি কখনো আপনার কনুই কামড় দিতে পারবেন না। চেষ্টা করে দেখুন।
  • আপনি যে পানি পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তো বা কয়েকবারও।
  • পিক্সেল হিসাবে মানুষের চোখের পিক্সেল ৫৭৬ পিক্সেল।
  • বেশিরভাগ ভূমিকম্প এতটাই ছোট হয় যে মানুষ কখনো অনুভব করতে পারে না।
  • এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়।
  • পিউমিস (চঁসরপব) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির ওপরেও ভাসে।
  • মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত।
  • মৌমাছির চোখ পাঁচটি।
  • ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ড বৃষ্টি হয়।
  • মশার দাঁত ৪৭টি।