ময়না পাখি
গয়না পরে,
রয় না ঘরে।
টিয়ে পাখি
করে বিয়ে,
গয়না দিয়ে।
ময়না টিয়ের গহনা
দেখতে একই অহনা।
ময়না পাখি
গয়না পরে,
রয় না ঘরে।
টিয়ে পাখি
করে বিয়ে,
গয়না দিয়ে।
ময়না টিয়ের গহনা
দেখতে একই অহনা।