ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বুলবুলি তুই আয়

নকুল শর্ম্মা
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:২১ এএম

বুলবুলি তুই আয় রে উড়ে
ডানা দুটো মেলে,
খুকু দেবে খেতে তোকে
কাটবে সময় খেলে।

ছোট্ট ঠোঁটে কিচিরমিচির 
করবি কত গান,
খুকু তোকে আদর করে
এনে দেবে পান।

নাচবি যে তুই ছোট্ট পায়ে 
খুকুর কাছে কাছে,
যাবি নে তুই সারাটা দিন 
বনবাদাড়ের গাছে।

সন্ধ্যা হলে খুকু যখন
করবে খেলা শেষ, 
ইচ্ছে হলে তখন রে তুই 
যাবি আপন দেশ।