খোকন সোনা বলছে মাকে
মিষ্টি মধুর স্বরে,
তালের বড়া খেতে যাব
নানাবাড়ির ঘরে।
চালের গুঁড়ো তালের রসে
গুড় মাখানো পিঠা,
নানুর মুখে ভূতের গল্প
আড্ডা জমে মিঠা।
ম ম করছে চতুর্দিকে
পাকা তালের ঘ্রাণে,
ট্রেনগাড়িটা আসবে কখন?
সয় না দেরি প্রাণে।
ওই এসেছে ওই এসেছে
ঝক ঝকাঝক ট্রেন,
টিকিট আঙ্কেল টিকিট আঙ্কেল
জলদি টিকিট দেন।