ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

কারেন্ট জাল জব্দ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:৪৭ এএম

চাঁদপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য কোটি টাকা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই তথ্য জানান সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সকালে শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় শ্রমিকরা ভ্যান গাড়িতে বহন করা অবস্থায় কারেন্টজালগুলো জব্দ করে। দুপুরে জব্দ করা প্রায় ৬ লাখ মিটার কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। কারেন্টজালগুলো বিক্রির জন্য বাজারের কোনো ব্যবসায়ীর গোডাউনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। তবে কেউ মালিক দাবি না করায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।